চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকার দুইটি গোডাউন থেকে আড়াই টন পলিথিন (প্রায় ২ হাজার ৫০০ কেজি) জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে এসব জব্দ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়েত সৌরভ, পরিদর্শক মনির হোসেন।
তবে চাক্তাই এলাকায় মোবাইল কোর্টের টিম গেলে অবৈধ পলিথিন ব্যবসায়ীরা গোডাউনে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তালা ভেঙ্গে দুইটি গোডাউন থেকে পলিথিন জব্দ করে সেগুলো সিলগালা করে দেয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চান্দগাঁও সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামকে দেশের প্রথম স্মার্ট সিটি হিসাবে রূপান্তর করা হবে। এরই অংশ হিসাবে পরিবেশের ক্ষতিকারক পলিথিন মুক্ত করার ঘোষণা করা হয়। এ প্রেক্ষিতে পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম