সম্মেলনের ৮ মাস পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে মোতাহেরুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমানকে বহাল রাখা হয়েছে।
সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটির ১নং সদস্য করা হয়েছে ভূমিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে। এতে সহ-সভাপতি এস এস আবুল কালাম, আবুল কালাম চৌধুরী, মোহাম্মদ ইদ্রিস, হাবিবুর রহমান, আবু সুফিয়ান, শাহজাদা মহিউদ্দিন, মুজিবুর রহমান সিআইপি, অ্যাডভোকেট মুজিবুল হক, মো. কাশেম, মো. নাসির উদ্দিন, আইয়ুব আলী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রদীপ কুমার দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, মোসলেহ উদ্দিন মনসুর।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তিন তরুণ নেতা। তারা হলেন বিগত কমিটির সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, জেলা যুবলীগের সাবেক সভাপতি আ.ন.ম টিপু সুলতান, হায়দার আলী রণি। অন্যান্য সম্পাদকীয় পদে পুরাতন ও নতুন মুখ মিলিয়ে রাখা হয়েছে।
ঘোষিত কমিটির ৭৫ জনের মধ্যে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ৪০ জন। যার মধ্যে বয়সে তরুণ ও সাবেক ছাত্রনেতারাও রয়েছেন চমক হিসেবে।
এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে মোছলেম উদ্দিন আহমদকে সভাপতি ও মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। চলতি বছরের মার্চ মাসের শুরুতে মোছলেম উদ্দিন আহমদ মারা গেলে প্রথমে ভারপ্রাপ্ত ও পরে সভাপতি করা হয় মোতাহেরুল ইসলাম চৌধুরীকে।
বিডি-প্রতিদিন/বাজিত