চট্টগ্রামে র্ঝনা দেখতে গিয়ে নিখোঁজ পর্যটক এ কে এম নাইমুল হাসানের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার দুপুরে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বিলাসী ঝর্ণা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নাইমুল হাসান চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকার আবুল কাশেমের ছেলে।
আগ্রাবাবাদ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুর রাজ্জাক বলেন, বুধবার সকালে বাঁশবাড়িয়া বিলাসী ঝর্ণায় বেড়াতে যান নাইমুল হাসান। এসময় ঝর্ণার পানিতে তলিয়ে যান। খবর পেয়ে সকাল ১১টায় তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম