চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজাদ (৪০) তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে কর্ণফুলী থানায় জিডি করেছেন আজাদের স্ত্রী ইয়াছমিন আক্তার। গত সোমবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছেনা বলে দাবি করছে তার পরিবার।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, ইউপি সদস্য আজাদ নিখোঁজের ঘটনায় গত মঙ্গলবার থানায় তার স্ত্রী জিডি করেছেন। সেখানে তিনি দাবি করেছেন- গত সোমবার আজাদ নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি।
তিনি আরও জানান, আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছেনা। বিষয়টি পুলিশ গুরত্ব সহকার দেখছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ