চট্টগ্রামে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। দুইজনই রাতে মারা যান। তাছাড়া নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৩৮ জন। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মারা যান ৫৮ জন এবং মোট আক্রান্ত হন ৬ হাজার ৬২০ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মৃত দুইজনের মধ্যে আকলিমা আক্তার (৩৬) নগরের ইম্পেরিয়াল হাসপাতালে এবং এনামুল হক (৪৬) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান। গত বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১৩৮ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৭৫ জন এবং বেসরকারি হাসপাতালে ৬৩ জন।
বিডি প্রতিদিন/এএম