চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চট্টগ্রামের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল চট্টগ্রামের একটি প্রাচীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসায় নিয়মিত নতুন নতুন সেবা যোগ করা হচ্ছে। আমরা চাই, কম খরচে মা ও শিশুদের সর্বোচ্চ এবং সর্বোত্তম সেবা প্রদান করতে। হাসপাতালে স্বল্প খরচে রোগীর সেবার মান নিশ্চিত করার কাজ চলছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিট পরিচালতি জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ১২টি কক্ষকে আধুনিকীকরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে আন্দরকল্লিস্থ মাতৃসদন হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আসলাম খান, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য মো. শাহাদাত হোসনে চৌধুরী রুমেল ও মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, হাসপাতালের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আবদুল মান্নান, হাসপাতালের চিকিৎসক ডা. নাজ সোহানী সুলতানা, ডা. নাজনিন সুলতানা জনু, ডা. অনিতা পাল, হাসপাতালের চিফ অ্যাডমিন অফিসার আশরাফ উদ দৌলা সুজন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্জিনা আক্তার ও নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়তি মহাজন প্রমুখ।
এটিএম পেয়ারুল ইসলাম বলেন, হাসপাতালে রোগী সেবার মান বৃদ্ধির অংশ বিশেষ ইতিমধ্যে প্রত্যেক ভর্তি রোগীকে হাইজনি উপকরণ প্রদান চালু, নিওনটোল রোগীদের জন্য এনআইসিওতে উপকরণ সংযুক্ত করে আধুনিকায়ন করা, ৪ডি আলট্রাসাউন্ড মেশিন সংযুক্ত করা, ১৮তলা বিশিষ্ট হাসপাতালের বিভিন্ন ইউনিট সংযুক্ত করে নতুন বিল্ডিং করার কাজ চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই