চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো সোহেল, শাহ আলম এবং আরিফ হোসেন।
বৃহস্পতিবার গভীর রাতে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোড এলাকায় এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, পিকআপ ভ্যানে করে গাঁজার চালান আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল