চট্টগ্রাম-১০ আসনে সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনের টাকা ভাগাভাগি নিয়ে বন্ধুদের সাথে বিতণ্ডা ও কথা কাটাকাটির জের ধরে খুন হয়েছেন নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার মোহাম্মদ হোসেন (৪৫) নামের এক যুবক। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। হোসেন স্থানীয় আব্দুস সালাম দফাদার বাড়ির মৃত নুুরু মিয়ার ছেলে।
সিএমপি’র উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন জানান, দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে হোসেনকে ছুরিকাহত করা হয়। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, হোসেনের সাথে অন্য একজনের ধস্তাধস্তি হচ্ছে। আশপাশে কিছু লোকের জটলা ছিলো। এক পর্যায়ে হোসেনকে ছুরিকাঘাত করে তার সাথে ধস্তাধস্তি করা যুবক।
এদিকে নিহতের স্বজন, স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, গত ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের কিছু টাকা নিয়ে হোসেনের সাথে তারই ঘনিষ্ঠ কয়েকজনের শত্রুতা তৈরী হয়। এর জের ধরে রবিবার সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম নামের অন্য এক যুবক হোসেনকে ছুরিকাঘাত করে। এ সময় হোসেনের ছেলে অমিতও আহত হয়।
বিডি প্রতিদিন/হিমেল