চট্টগ্রামে ফ্লিম স্টাইলে রেলওয়ে কর্মচারীরের পেনশনের ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- নুরুল হক সজিব, মহিউদ্দিন বেল্লাল এবং মো রায়হান। অভিযানে ছিনতাইকৃত ১১ লাখ তিন হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি।
ডিবি’র (বন্দর ও পশ্চিম) জোনের উপ-কমিশনার আলী হোসেন জানান- গত ১৮ সেপ্টেম্বর রেলওয়ে কর্মচারী রুহুল আমিন পাহাড়তলী এলাকার ব্যাংকের একটি শাখা থেকে পেনশনের টাকা উত্তোলন করে আগ্রাবাদের আরেকটি শাখায় জমা দেয়ার জন্য যাচ্ছিলেন। ব্যাংকের সামনে কোন গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গাড়ি নেয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ছিনতাই চক্রের সদস্যরা ছো মেরে টাকার ব্যাগ নিয়ে সিএনজি করে পালিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করে রুহুল আমিন। পরে এ ঘটনা তদন্ত শুরু করে ডিবি। প্রযুক্তির সহায়তা তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাইকৃত ১১ লাখ ৩০ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এএম