বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ চলচাতুরির মাধ্যমে নিজেদের নিয়ন্ত্রণে আরো একটি নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকার টিকতে পারবে না।
সোমবার রোড় মার্চ সফল করার লক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা জাসাসের সভায় তিনি এ কথা বলেন।
জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে মামুনুর রশীদ শিপনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গ্রাম উন্নয়ন সম্পাদক বেলাল আহমেদ। বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আলী আজম চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক নাজমা সাঈদ, দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব নাসির উদ্দীন চৌধুরী, উত্তর জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্ল্যাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম