চট্টগ্রামে অভিযান চালিয়ে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ইয়াবা ব্যবসায়ীর নাম শাহ আলম। শুক্রবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন জেল রোডে এ অভিযান চালানো হয়।
সিএমপি’র কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে শাহ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম