চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার আবাসিক এলাকায় পিকআপের ধাক্কায় মাহিনুর রহমান (১২) নামের এক শিশু মারা গেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই আবাসিক এলাকার ১০ নম্বর সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহিনুরের বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায়। তার পরিবার সেখানে ভাড়া বাসায় থাকেন।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ চাকমা জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম