চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলা এলাকায় মহাসড়কে মোটরসাইকেল ও রিকশার সাথে বাসের ত্রিমুখী সংঘর্ষে মৃদুল নাথ (৫৮) ও মো. আবদুল্লাহ (৩৪) নামের দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (৮ অক্টোবর) চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত দুইজন গুরতর আহত হয়েছেন। তবে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাদের পরিচয় মেলেনি। নিহতদের একজন রিকশার যাত্রী, অন্যজন পথচারী। তারা স্থানীয় বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান জানান, ঢাকাগামী একটি বাস প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে চারজন গুরতর আহত হলে তাদের উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো এখনো থানা হেফাজতে আছে।
বিডি প্রতিদিন/এএম