চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিষপানে আত্মহত্যা করেছে আইয়ুব আলী (৩৫) নামে ব্যক্তি। তিনি পেশায় রিকশাচালক ও চার সন্তানের জনক। তিনি স্থানীয় নুরুল ইসলামের ছেলে। আজ উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্ত্রীর সাথে ঝগড়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুজপুর থানার ওসি হেলাল উদ্দীন বলেন, আইয়ুব আলীর সংসারে অশান্তি ছিল। যার কারণে সংসারের অশান্তির জের ধরে নানা সময় ঝগড়া হতো। এর জের ধরে আইয়ুব আলী আত্মহত্যা করেছে।
বিডি প্রতিদিন/এএম