চট্টগ্রামে ১৫ মামলার আসামি ও এক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আইয়ুবকে (৪০) ৫০৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর বহদ্দারহাট পাইলট কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আইয়ুব ভোলা জেলার দৌলতখান থানার বাসিন্দা।
পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান, আইয়ুবের বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশসহ বিভিন্ন থানায় মাদক, অস্ত্র, ডাকাতি এবং দ্রুত বিচার আইনসহ ১৫টি মামলা রয়েছে। সে ২০১০ সালের চান্দগাঁও থানার দ্রুত বিচার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তাকে আবার গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম