২৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৪৭

বাল্যবিয়ে বন্ধ করে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

বাল্যবিয়ে বন্ধ করে জরিমানা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি কমিউনিউটি সেন্টারে বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। এসময় বিয়ে করতে গিয়ে বরকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ১৪ বছরের এক কিশোরীকে বিয়ে দেওয়ার খবরে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে। এসময় বর মো. আরিফ ও কনের পিতাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি কনের পরিবারকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কিশোরীকে বিয়ে দেবে না মর্মে পরিবার থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর