২ মার্চ, ২০২৪ ২২:১৯

দেশের রাজনীতিতে ডামি নির্বাচন শব্দ যোগ হয়েছে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের রাজনীতিতে ডামি নির্বাচন শব্দ যোগ হয়েছে: আমীর খসরু

‘বাংলাদেশের রাজনীতিতে ডামি প্রার্থী, ডামি ভোটার আর ডামি নির্বাচন এসব শব্দ যোগ হয়েছে। ডামি নির্বাচনে বাংলাদেশের মানুষ রেজিমকে প্রত্যাখান করেছে। এটা হচ্ছে আন্দোলনের সুফল।’ এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর। 

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউরী নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে যায়নি। যারা গেছে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসীদের ভয়ে গেছে। সরকারি কর্মকর্তাদের সুযোগ সুবিধা ছিনিয়ে নেওয়ার ভয় দেখিয়েছে। সুবিধাবঞ্চিতদের কাছ থেকে সরকারি কার্ড পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।’ 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, উপজাতি বিষয়ক সম্পাদক ম্যা মা চিং, সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, দক্ষিণ জেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর