ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র্যাব অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ৪৫১ বোতল ফেনসিডিল জব্দ করেছে। অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন- নেজামউদ্দিন, নুরুল আলম এবং হাসিনা আকতার। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ও চট্টগ্রামের মীরসরাই এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ বিজ্ঞপ্তিতে জানায়- শুক্রবার রাতে মহাসড়কে ফেনী অংশের ফেনী মডেল থানা এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশী চালানো হয়। এসময় গাড়ি ভেতর থেকে ২০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। মীরসরাই এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে ৪৯১ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম