চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে ছয়টি সেমিপাকা দোকান ও বসতঘর পুড়ে গেছে। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রঘোনা সেগুনবাগান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কর্তারা।
প্রতিষ্ঠানটির রাঙ্গুনিয়া উপজেলার স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে মোমিন উদ্দিনের ১টি সেমিপাকা দোকান, দিদারুল আলমের ১টি সেমিপাকা দোকান ও ১টি বসতঘর, জসিম উদ্দিনের ১টি সেমিপাকা দোকান, মো. ইউসুফ এর ১টি সেমিপাকা দোকান ও ১টি বসতঘর পুড়ে গেছে। তবে এসময় কেউ হতাহত হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল