নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তারা হলেন- সুজন (২০) ও সোলাইমান সাগর (২৩)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়। পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, বায়েজিদ থানার এশিয়াটিক কটন মিলস এলাকায় কয়েকদিন আগে এক কিশোরকে মারধর করে। এসময় মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় ওই কিশোরের সাথে চার ছিনতাইকারীর ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে চাকু দিয়ে ওই কিশোরকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় ওই কিশোরের অভিযোগের ভিত্তিতে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের দুই সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ