চট্টগ্রামের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, বিএনপি ইফতার পার্টি আয়োজন করে আওয়ামী লীগের নামে অপপ্রচার ও মিথ্যাচার করছে। তারা বলছে-দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য আওয়ামী লীগ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আসলে বিএনপির হৃদয়ে চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগের চেতনা-হৃদয়ে বাংলাদেশ, কোনো বিদেশিদের দাসত্ব নয়।
রবিবার নগরীর পাহাড়তলী শহীদ লেইনে নগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে চার শতাধিক স্বল্প আয়ের নারী পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় চসিকের স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর তসলিমা নুর জাহান রুবি, পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ফজলুল করিম, যুবলীগ নেতা ইমতিয়াজ বাবলা, জাহাঙ্গীর কবির নয়ন, ফাহিম উদ্দিন, খোকন শীল, আব্দুল মোমিন, সরকারি সিটি কলেজের জিএস মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই