চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সিএনজি অটোরিকশার সাথে নছিমন গাড়ির সংঘর্ষে মোহাম্মদ শাকিল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টায় ভুজপুর কাজিরহাট বাজারের ন্যাশনাল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল ভোলার চরফ্যাশন থানার জাহানপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। এই ঘটনায় ইসমু আক্তার (৩৫) ও রাইসা মণি (৬) নামের আরো দুইজন আহত হয়েছেন।
ভুজপুর থানার ওসি মো. কামরুজ্জামান জানান, ফটিকছড়ি সদরমুখী অটোরিকশার সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। বাকীদের চিকিৎসা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে শাকিলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম