চট্টগ্রামে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বিআরটিএ চট্টগ্রাম। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি বাসকে জরিমানা করা হয়েছে। রবিবার নগরীর অলংকার, একে খান ও দামপাড়াস্থ বিভিন্ন কাউন্টারে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করার জন্য এ অভিযান। কোন যানবাহন বাড়তি ভাড়া নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি বিআরটিএর অনুমোদিত নির্ধারিত ভাড়ার তালিকা থেকে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে বিআরটিএ-চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আতিকুর রহমান, বিআরটিএ-চট্ট মেট্রো-২ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ওমর ফারুক, বিআরটিএ-চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত