চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসিএইচে) আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে। সোমবার দুপুরে সিআইএমসি অডিটোরিয়ামে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিআএমসিএইচ এর পরিচালক অধ্যাপক ডা. মো. আমির হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিআইএমসিএইচের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মুসলিম উদ্দিন সবুজ, হাসপাতালের ডার্মাটলোজিবিভাগের বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনসুরুল আলম, ইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসান মিয়া, গাইনি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মুসলিনা আকতার।
সেমিনারে ‘আমর স্বাস্থ্য, আমার অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যে দিবসের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইএমসিএইচের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান ডা. পারভেজ ইকবাল শরীফ। পরে সিসআইএমসি গভর্নিং বডির সদস্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সম্মানিত অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. বায়জিদ খুরশিদ রিয়াজ প্রণীত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক গৃহিত থীম সংটি প্রদর্শন করা হয়।
সেমিনারে বক্তারা বলেন, সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করাই হোক আমাদের সকলের অঙ্গিকার। রোগীর স্বাস্থ্য সেবা প্রদান করা আমাদের দায়িত্ব। সবার সম্মিলিত প্রয়াসেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
বিডি প্রতিদিন/এএম