চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় পুতুল বেগম (৫০) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড এলাকার মধ্যম মাহমুদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা।
নিহতের ভাই মোহাম্মদ আশিক জানান, তার বোনের সাথে স্বামীর ছাড়াছাড়ির পর থেকে সব সময় অভাব অনটনের মধ্যে ছিলেন। সন্তান লালন পালন ও সংসারের খরচের জন্য তিনি কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। সোমবার দুটি এনজিও সংস্থার ঋণের কিস্তির টাকা দেওয়ার তারিখ ছিল। টাকা নিয়ে রাতে ছেলে আব্দুল আজিজের সাথে কথা কাটাকাটি হয়। কিস্তির টাকা দিতে না পারলে অপমানিত হবেন এই এই মানসিক চাপ থেকে রেহাই পেতে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল