চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে ছয় বছর বয়সী শিশু মোহাম্মদ সামিদের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সামিদ স্থানীয় দারুল হিকমা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য দৈনিক আজাদীর সাংবাদিক নজরুল ইসলামের পুত্র।
সামিদের মামা মোহাম্মদ কায়কোবাদ জানান, প্রতিদিনের মতো সামিদ মাদ্রাসায় গিয়েছিল। দুপুর ১২টার দিকে মাদ্রাসা ছুটি হলে সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে মাদ্রাসায় খুঁজতে যান। ছুটির পর মাদ্রাসা বন্ধ থাকায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাকে বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়ার যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
সামিদের মৃত্যুতে স্বজনদের মাঝে শোক নেমে এসেছে। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবসহ চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনের অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/এএম