চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার এক প্রতিবন্ধী নারীকে গণধর্ষণের মামলার পলাতক আসামি মো. রিয়াজকে (২১) গ্রেফতার করেছে র্যাব। রবিবার (১০ নভেম্বর) রাত সোয়া ১০টায় সীতাকুণ্ড থানার দারোগারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। রিয়াজ জোরারগঞ্জ থানার দক্ষিণ ধুম এলাকার বাসিন্দা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ-উল-আলম জানান, ভুক্তভোগী নারীও দক্ষিণ ধুম এলাকার বাসিন্দা। মানসিক সমস্যার কারণে আট নয় বছর আগে তার স্বামী তাকে ডিভোর্স দেয়। তখন থেকেই তিনি তার ভাইয়ের বাসায় থাকতেন। গত ২৪ জুলাই রাতে হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেলে রিয়াজ ও তার সহযোগীরা তাকে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে গণধর্ষণ করে। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভাবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্ত রিয়াজের অবস্থান শনাক্ত করে রবিবার রাত সোয়া ১০টার দিকে এক অভিযানে গ্রেফতার করা হয়। পরে তাকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল