চট্টগ্রামের রাউজান উপজেলায় নিখোঁজের ৪০ ঘণ্টা পর আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার চিকদাইর ইউনিয়নের কালাচাঁন চৌধুরী ব্রিজের পাশে হালদা নদী সংযুক্ত সর্তাখাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার রাত ১টায় নিজ বসতঘর থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। মৃত তাহের চিকদাইর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এবং হযরত নিয়াজগাজী শাহ সুন্নিয়া দাখিল মাদরাসার সাবেক সুপার ছিলেন।
রাউজান থানার ওসি মীর মাহাবুবুর রহমান জানিয়েছেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আলাপ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মৃতের শ্বশুর তাজুল ইসলাম জানিয়েছেন, তাহের দীর্ঘ ৫ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে একবার তিনি নিজের গলা কেটে ফেলতে চেয়েছিলেন। শনিবার রাতে পাশের ব্রিজে বসতে গিয়ে কোনো কারণে হয়তো খালে পড়ে গিয়েছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল