হত্যা, হত্যাচেষ্টাসহ তিনটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইকবাল চৌধুরীকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইকবালের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নের জালাল ফকিরপাড়া এলাকায়।
র্যাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইকবালের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় হত্যা এবং হত্যা চেষ্টাসহ ৩টি মামলা আছে। দীর্ঘ পাঁচ বছর ধরে সে পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করে র্যাব।
রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ইকবালকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক