চট্টগ্রামের কোতোয়ালী থানার ফলমন্ডি এলাকায় রেজাউল করিম সাকিব নামের এক দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে একজনকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। রবিবার ফলমন্ডির সামনে এ ঘটনা ঘটে। আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ফলমন্ডির বিছমিল্লাহ ফল বিতানের কর্মচারী।
বিছমিল্লাহ ফল বিতানের মালিক আলাউদ্দীন জানান, তার দোকানোর দুজন কর্মচারী টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিল। তারা কিছুদূরে ভঙ্গিশাহ মাজারের সামনে পৌঁছালে তিন চার জন লোক প্রথমে তাদের চোখে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এরপর তারা হাতে থাকা টাকার ব্যাগ টানাটানি শুরু করে। টাকার ব্যাগ না দেয়ায় কর্মচারী সাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। একপর্যায়ে একজন ব্যাক্তি এগিয়ে এসে তাদের মধ্যে একজন ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়। সেনাবাহিনী তাকে থানায় হস্তান্তর করেছে বলে শুনেছি।
ফলমন্ডি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুুল আলম বলেন, ‘এক ব্যক্তির সাহসিকতার কারণে টাকাগুলো রক্ষা করা গেছে। আহত সাকিবের চিকিৎসা চলছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ব্যাপারে জানতে কোতোয়ালী থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীকে ফোন করলে তিনি রিসিভ করেননি। আটক যুবকের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএম