চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে কথা বলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন মারা গেছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত দেলোয়ার সাতকানিয়ার দক্ষিণ চরতি এলাকার বাসিন্দা। তিনি আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
সাতকানিয়া থানার ওসি মো. মোস্তফা কামাল খান বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। তবে এখনো পর্যন্ত মামলা হয়নি। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।’
জানা গেছে, সম্প্রতি ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কথা বলেন দেলোয়ার। এই ঘটনার জের ধরে কিছু অপরিচিত নাম্বার থেকে তার মোবাইলে ফোন করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। গত ১৮ নভেম্বর রাতে ১০-১২ জনের দুর্বৃত্তের একটি দল মুখোশ পড়ে দেলোয়ারের বাড়িতে গিয়ে তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে। পরে তারা তাকে সিএনজি ট্যাক্সিতে তুলে পার্শ্ববর্তী আমিলাইশ এলাকায় নিয়ে যায়। এসময় তারা দেলোয়ারকে মৃত ভেবে সড়কের পাশে রেখে চলে যায়। স্থানীয়রা দেলোয়ারকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়।
নিহত দেলোয়ারের ছেলে মো. সাইমন জানিয়েছেন, আইসিইউ না পেয়ে গত ১৯ নভেম্বর দেলোয়ারকে চমেক থেকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় পরিবার। সেখানে শারিরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২১ নভেম্বর আবারো চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/হিমেল