চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে দীর্ঘ ২২ বছর পর গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, গত ২২ বছর ধরে পলাতক ছিলেন শীর্ষ সন্ত্রাসী আজিজ। রবিবার রাতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম