চট্টগ্রামের পতেঙ্গার জলদস্যুর সর্দার ও হত্যাসহ ৭ মামলার আসামি ইয়ার মোহাম্মদকে গ্রেফতার করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার নগরীর পতেঙ্গা থানার বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা। ইয়ার মোহাম্মদ পতেঙ্গা থানার বিজয়নগর এলাকার চরবস্তির আবদুস সালামের ছেলে।
পতেঙ্গা থানার সেকেন্ড অফিসার সাইদুল ইসলাম বলেন, বিএনপির অফিস ভাঙচুরসহ বেশ কয়েকটি মামলার আসামি শ্রমিকলীগ নেতা এয়ার মোহাম্মদ স্থানীয় জনতা আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রয়েছে, আমরা কোতোয়ালী থানায় খবর দিয়েছি। কোতোয়ালী থানা পুলিশ এসে তাকে নিয়ে যাবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দিদার হোসেন বলেন, চিহ্নিত জলদস্যূ ও আওয়ামী লীগের সন্ত্রাসী এয়ার মোহাম্মদকে স্থানীয় জনতা আটক করে। আমরা শাহ আমানত বিমান বন্দর থেকে ফেরার পথে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে স্থানীয় জনতা ও আমরা সবাই মিলে তাকে থানায় সোপর্দ করেছি। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগেরিদিন ৪ আগস্ট সন্ধ্যায় নগর বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আমরা শাহ আমানত বিমান বন্দর থেকে ফেরার পথে এ মামলার এজাহারভুক্ত আসামি এয়ার মোহাম্মদ। তার বিরুদ্ধে নিউ মার্কেটে ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় কোতোয়ালি থানায় মামলাও রয়েছে।
বিডি প্রতিদিন/এএম