চট্টগ্রামের আনোয়ারায় একাধিক ডাকাতি মামলার আসামি মো. সোহেল প্রকাশ ট্যাটু সোহেলকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের মহতর পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, সেনাবাহিনীর টহল চলাকালীন পিকআপ দেখে সোহেলসহ কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সোহেলকে আটক করা হয়। পরে তারা ডাকাতির পরিকল্পনা করছিলো বলে জানতে পেরে তাকে সোহেলকে গ্রেফতার করা হয়। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে। তার বিরুদ্ধে ডাকাতির আরও কয়েকটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এমএস