চট্টগ্রামের ফটিকছড়িতে তাসনুভা আকতার (১৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বদু বাপের বাড়ীর বাসিন্দা সাহাব উদ্দীনের ঘর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে তাসনুভার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পরপর নিহতের স্বামী সাহাব উদ্দীনসহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যান।
নিহতের নানা মো. আরিফুর রহমান অভিযোগ বলেন, আমার নাতনীকে মাত্র ছয় মাস আগে বিয়ে দিয়েছি। স্বামী একজন মাদকসেবী। মদ খেয়ে বিভিন্ন সময় আমার নাতনীকে মারধর করে। এ নিয়ে দুই পরিবারে কয়েক দফা বৈঠকও হয়েছে। আমার নাতনীকে যৌতুকের জন্য পরিকল্পিতভাবে হত্যা করে ফাসির দঁড়িতে ঝুলিয়ে দিয়েছে। আমি এ হত্যার বিচার চাই।
জানা যায়, ওই এলাকার মো. শফিউল আলমের ছেলে সাহাব উদ্দীনের সাথে ছয় মাস আগে পাশ্ববর্তী ইউনিয়ন সুন্দরপুরের ৩ নং ওয়ার্ডের মুহাম্মদ ওয়াসিমের একমাত্র মেয়ে নিহত তাসনুভা আকতার চাঁদনীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগে থাকতো বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিক উল্লাহ জানান, ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/নাজিম
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        