বকেয়া পাওনাসহ ৫ দফা দাবিতে খুলনার ৭ রাষ্টায়ত্ব পাটকলের শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল সোয় সাতটা থেকে ধর্মঘটের পাশাপাশি রাজপথ ও রেলপথ অবরোধ করে রেখেছেন পাটকল শ্রকিকরা।
জানা যায়, রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের অষ্টম দিন চলছে।
লাগাতার রাজপথ ও রেলপথ অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে শ্রমিকরা খুলনা-যশোর মহাসড়কের নতুন রাস্তার মোড়, আটরা গিলাতলা ও যশোর অভয়নগরের রাজঘাট শিল্প এলাকায় অবস্থান গ্রহন করে বিক্ষোভ সমাবেশ করছে। এই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
রাষ্ট্রায়ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. খলিলুর রহমান বলেন, শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে আজ (মঙ্গলবার) বেলা ৩টা পাট মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মির্জা আজমের সাথে শ্রমিক নেতাদের বৈঠকের কথা রয়েছে। সেখানে ফলপ্রসু আলোচনা এবং দাবি আদায় হলেই কর্মসূচীর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠকের সিদ্ধান্তের আগ পর্যন্ত যথারীতি সকাল-সন্ধ্যা অবরোধ চলবে বলে তিনি জানান।
বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুটমিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭টি জুট মিলের ১৬ হাজার ৩শ’ শ্রমিকের প্রায় ৪০ কোটি টাকা বেতন বকেয়া রয়েছে।
প্রসঙ্গত, খুলনার প্লাটিনাম, ক্রিসেন্ট, স্টার জুটমিল, ইস্টার্ন ও আলিম জুট মিল, যশোর জুট মিল ও কার্পেটিং জুট মিলের প্রায় ৩৫ হাজার শ্রমিক ৪ এপ্রিল থেকে একযোগে আন্দোলনে করে আসছেন। তাদের দাবি, পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরী কমিশন বোর্ড গঠন, ১ জুলাই ২০১৩ ঘোষিত ২০% মহার্ঘ্য ভাতা প্রদান ও খালিশপুর, দৌলতপুর, জাতীয়, কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণ ও সকল পাওনা পরিশোধ।
বিডি-প্রতিদিন/ ১২ এপ্রিল, ২০১৬/ রশিদা