সরকারি নির্দেশনা মেনে সূর্যাস্তের আগেই এবারের পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন শেষ করা হবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সদস্যসচিব আহমেদ ইকবাল হায়দার এ কথা বলেন।
নগরীর ডিসি হিলে বর্ষবিদায় ও বরণের এবারের আয়োজনের পৃষ্ঠপোষকতায় আছে গ্রামীণফোন। এ সময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চট্টগ্রাম বিভাগীয় সার্কেলের হেড শাওন আজাদ, বিজনেস সার্কেল চিটাগাংয়ের লিড ম্যানেজার মো. আবদুল্লাহ আল নূর, উদযাপন পরিষদের সদস্য অলক ঘোষ, পঞ্চানন চৌধুরী, সুচরিত দাশ খোকন প্রমুখ। ৩৯তম আয়োজনটিকে বর্ণিল, বর্ণাঢ্য করতে সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তারা।
আহমেদ ইকবাল বলেন, ''সারাদেশের মত চট্টগ্রামেও আমরা সরকারি নির্দেশে নিরাপত্তার কথা বিবেচনা করে সূর্যাস্তের আগেই অনুষ্ঠান শেষ করার ব্যবস্থা নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, অনুষ্ঠানে মূল পর্ব শুরু হয় সন্ধ্যার পর। সন্ধ্যার পরেই অনুষ্ঠানগুলোতে দর্শক সমাগম হয়। তারপরও সরকারি নির্দেশনা থাকায় তা আমরা অবশ্যই মেনে চলব। তবে এবারের পহেলা বৈশাখে সময়ের স্বল্পতার কারণে অন্যান্য বছরের মত মাঝখানে বিরতি থাকবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্ষবিদায়ের দিনে সম্মাননা জানানো হবে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, রবীন্দ্রসংগীত শিল্পী শীলা মোমেন ও নাট্যমঞ্চে আলো-ছায়ার কারিগর তপন ভট্টাচার্যকে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ