উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খান এবং ঢাকা জেলা পুলিশ সুপার ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বেদনাদায়ক এ ঘটনায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকের মর্মান্তিক মৃত্যু ঘটে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হৃদয় বিদারক ঘটনার গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
পুলিশ ব্লাড ব্যাংক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা (মোবাইল নম্বর-০১৩২০০৩৭৩৩৩, ইনচার্জ-০১৯১৪৩৪১২০৭) আহতদের রক্তের প্রয়োজনে সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহতদের পরিবারবর্গ ও আহতদের পাশে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল