খুলনা বিভাগের সব রুটে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে। সড়ক দুর্ঘটনায় তারেক-মিশুকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে শনিবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব আব্দুর রহিম বক্স দুদু এ ধর্মঘটের ডাক দেন।
এদিকে, রবিাবর সকাল থেকে ধর্মঘট শুরু হওয়ায় বাস, ট্রাক, ট্রাংক-লরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের হাজার হাজার মানুষ।
শনিবার লিখিত বক্তব্যে আব্দুর রহিম বলেন, মানিকগঞ্জ জেলার ঘিওর থানায় ২০১১ সালের ১৩ অগাস্ট সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মনিরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় একটি নিয়মিত মামলা হয়। এছাড়া তারেক ও মনিরের স্ত্রী ১২ কোটি ৮২ লাখ ৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দাবি করে আলাদা দুটি মামলা করেন। আবার সিলেট জেলা ও দায়রা জজ আদালতে ক্ষতিপূরণ দাবির আরও একটি মামলা বিচারাধীন আছে।”
'মামলার বাদী ও আইনজীবীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যায় লাভের আশায় প্রচলিত আইনের বাইরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা করেছেন।'
ক্ষতিপূরণ দেওয়া মালিক-শ্রমিকদের পক্ষে সম্ভব নয় দাবি করে মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার ভোর ৬টা থেকে খুলনা বিভাগে বাস, ট্রাক, ট্যাংক-লরি, কভার্ডভ্যানসহ সব ধরনের ভাড়ায় চালিত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটির সভাপতি আজিজুল আলম মিন্টু, সীমান্ত পরিবহন মালিক সমিতির সভাপতি ইকরামুল হক চৌধুরী ইকু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সামিতির সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন, বাস মালিক সমিতির সহসভাপতি আবুল কাশেম, মাগুরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদ হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৬/মাহবুব