ঢাকা শহরকে পরিষ্কার রাখতে প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা নিয়ে কাজ করার আহ্বান জনিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) অপরাজেয় বাংলার বটতলায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ‘পরিচ্ছিন্ন ক্যাম্পাস, আমাদের অঙ্গিকার’ স্লোগানে এই পরিচ্ছনতা কর্মসূচির আয়োজন করে ঢাবি শাখা ছাত্রলীগ।
ঢাবি ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
মেয়র সাঈদ খোকন বলেন, ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার সামগ্রিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ঢাবি ছাত্রলীগের এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দক্ষিণ সিটি সব সময় তাদের পাশে থাকবে।
মেয়র বলেন, বাড়ির আঙ্গিনায় গাছ লাগানো হলে হোল্ডিং চার্জ ১০ শতাংশ মওকুফ করা হবে। আপনারা গাছ লাগাবেন। অন্যকেও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবেন যাতে আগামী প্রজন্ম একটি সবুজ ও দূষণমুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারে।
সাঈদ খোকন বলেন, বুড়ি গঙ্গার কুল ঘেঁষে গড়ে উঠেছিল ঢাকা শহর। কিন্তু বর্তমানে এই নদীটির করুণ অবস্থা বিরাজ করছে। এই বছরের মধ্যে বুড়ি গঙ্গার হারানো সৌন্দর্য্ ফিরিয়ে আনতে কাজ শুরু হবে।
অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা নিজেরা সচেতন হলেই পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি। আমরা যদি যেখানে সেখানে ময়লা না ফেলে ডাস্টবিনে ময়লা ফেলি তাহলে পরিবেশ নোংরা হবে না। এটি পরিষ্কারও করতে হবে না।
ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান বলেন, ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে প্রতিমাসের প্রথম রবিবার ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। এভাবে দেশের প্রতিটি ক্যাম্পাসে যদি ছাত্রলীগের নেতাকর্মীরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করে তাহলে ক্যাম্পাসে শিক্ষার সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/ ০৬ জুন, ২০১৬/ আফরোজ