রাজশাহীতে পুলিশি অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত নগরীতে চলে এ অভিযান। তবে অভিযানে রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী গ্রেফতার হয়নি বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম।
পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশের নামে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা আছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/১০ জুন ২০১৬/শরীফ