রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টারের ব্যবসায়ীদের সঙ্গে হকারদের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল ডিভিশনের উপ-কমিশনার আনোয়ার হোসেন, হকার বিল্লাল ও দোকান কর্মচারী নজরুল ইসলাম।
শুক্রবার (১০ জুন) দুপুর দেড়টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতরা প্রত্যেকেই ইটের আঘাতে আহত হন। মতিঝিল ডিভিশনের ডিসি আনোয়ার হোসেনের মাথায়ও ইটের আঘাত লাগে।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ