বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল নাস্তিক আর ব্লগাররা নন, ধর্মে বিশ্বাসী মানুষগুলোও আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। যরা ধর্মে বিশ্বাস করেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন, তারাও আজ গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। কোনো ধর্মের মানুষই আজ নিরাপদ নয়।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে খেলাফত মজলিস আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্লগার হত্যার পর যারা এর দায় ইসলামী জঙ্গিদের ওপর চাপিয়ে দেন, ইসলাম ধর্মে বিশ্বাসী ধর্মগুরু হত্যার পর এর দায় কাদের ওপর চাপাবেন তারা?
সরকার আলেম-ওলামাদের ওপর খড়গ হয়েছে অভিযোগ করে ফখরুল বলেন, ক্ষমতায় আসার পর পরই এই সরকার আলেম-ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, গ্রেফতার করেছে সর্বপরি চরম শাস্তির ব্যবস্থা করেছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন