অস্ত্র-বিস্ফোরকসহ ১৫ মামলার আসামি মন্টু ওরফে ব্লেড মন্টুকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
শুক্রবার কারওয়ান বাজার রেল লাইনের পাশ থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে একটি অস্ত্রসহ ১৫ মামলার আসামি ব্লেড মন্টুকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাদক ব্যবসায় সঙ্গেও জড়িত ছিল বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন