রাজশাহীতে দুই জেএমবি সদস্য ও জামায়াত-শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন জেএমবি সদস্য পুঠিয়ার জাগিরপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫০) ও একই উপজেলার জামিরা এলাকার মন্টু।
পুলিশের দাবি, তারা দুইজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পুঠিয়া থানা পুলিশ উপজেলার শিবপুর ও বানেশ্বর এলাকা থেকে তাদের আটক করে।
ওই অভিযানে আটক হয়েছেন পুঠিয়া পৌর জামায়াতের আমীর আবদুল আজিজ ও রাজশাহী শিবিরের পূর্ব জেলার সেক্রেটারি আশরাফুল ইসলাম।
এ তথ্য নিশ্চিত করে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাদা অভিযান চালিয়ে তারা দুই জেএমবি সদস্যকে আটক করেছেন। এছাড়াও আটক হয়েছেন উপজেলা জামায়াত-শিবিরের দুই শীর্ষ নেতা। তাদের নামেও আগের দায়ের করা মামলা আছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন