শাহজালালে শুল্ক গোয়েন্দা আজ শারজাহ থেকে অবৈধভাবে আনা ৩০০ কার্টন (১.১৬ লক্ষ শলাকা) সিগারেট আটক করেছে।
শুক্রবার সকাল ৯ টায় এয়ার এরাবিয়ার জি৯-৫১৭ যোগে একটি ব্যাগেজে লুকিয়ে আনা হয়। কাস্টমস হলের বেল্ট ৭ এ লাগেজটি সন্দেহজনকভাবে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে কাস্টমস হলে এনে সবার সামনে খুলে 'ইজি' ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। সিগারেটগুলো দক্ষিণ কোরিয়ার তৈরি। আটক সিগারেটের মূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। ব্যাগেজের গায়ে ট্যাগ অনুযায়ী জড়িত ব্যক্তিকে বের করার তদন্ত চলছে।
এর আগে শুল্ক গোয়েন্দা একই ফ্লাইটের এক যাত্রী কাছ থেকে ১.৩০ কোটি ভারতীয় নকল মুদ্রা উদ্ধার করে। উক্ত ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১০ জুন ১৬/ সালাহ উদ্দীন