চট্টগ্রাম জেলা ও নগরীতে সাঁড়াশি অভিযানে জামায়াত-শিবিরে ৩৫ ক্যাডারসহ ৩৭৬ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, জেলার ১৬ থানায় রাতভর অভিযান চালিয়ে ২৭৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন শিবির ও ১২ জন জামায়াত দলীয় সন্ত্রাসী আছে। একই অভিযানে ২টি রাইফেল, ২টি এলজি ও ৮ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (বিশেষ শাখা) কাজেমুর রশিদ জানিয়েছেন, নগরীর ১৬ থানায় একযোগে অভিযান চালিয়ে ১০০ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জন জামায়াত এবং ৫ জন শিবিরের সন্ত্রাসী আছে।
প্রসঙ্গত, গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে ছুরিকাঘাত ও গুলিতে নির্মমভাবে প্রাণ হারান পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু আক্তার। সাম্প্রতিক প্রেক্ষাপটে দেশজুড়ে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের সিদ্ধান্ত নেয় পুলিশ।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব