চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকার একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ।
তিনি বলেন, সকালে এখানে ছোট বাচ্চারা ক্রিক্রেট খেলছিল। খেলার সময় বল দেড় হাত দৈর্ঘ্য-এক হাত প্রস্থের ছোট কালভার্টটির নিচে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে কালভার্টের নিচে মরদেহটি দেখতে পায় শিশুরা।
তিনি আরও বলেন, জায়গাটি পাহাড়ি এলাকা ও অন্ধকার থাকায় বাহির থেকে কেউ মরদেহটি এনে এখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব