সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১০ জন জামায়াত-শিবির কর্মী রয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত সিলেট মহানগর ও জেলা পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।
সিলেট মহানগর পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মহানগরীর ৬টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুইজন শিবিরকর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করে। এছাড়া জেলা পুলিশের অভিযানে ৮ জন জামায়াত-শিবিরকর্মীসহ ২৬ জনকে গ্রেফতারের তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
বিডি-প্রতিদিন/ ১১ জুন, ২০১৬/ আফরোজ