নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চাপায় খাদিজা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শনিবার সকাল ১০টায় ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা।
নিহত শিশু খাদিজা আক্তার কিশোরগঞ্জের বেলকুচি থানার মিটোয়ানী গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। তারা ফতুল্লার মুসলিমনগর এলাকার হাজী আফাজ উদ্দিনের ভাড়াটিয়া বাসায় থাকেন।
এসআই গোলাম মোস্তফা জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘাতক অটোরিকশাসহ চালক আলমগীরকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১১ জুন, ২০১৬/মাহবুব